সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

|

শ্রীলঙ্কায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। নির্ধারিত সময়ের ছয় মাস আগে, ২৫ এপ্রিল হবে আগাম সাধারণ নির্বাচন। নবগঠিত পার্লামেন্টে নতুন অধিবেশন শুরু হবে ১৪ মে।

সোমবার প্রেসিডেন্ট জানান, বিরোধী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। তবে শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, পাঁচ বছরের মেয়াদ থাকলেও, প্রয়োজনে সাড়ে চার বছর পর পার্লামেন্ট ভেঙে দিতে পারেন প্রেসিডেন্ট।

গেল নভেম্বরে ক্ষমতা গ্রহণ করেন গোতাবায়া রাজাপাকসে। ২২৫ আসনের পার্লামেন্টে, তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দল সংখ্যালঘু। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন দরকার বলে, বর্তমান পার্লামেন্টে রাজাপাকসে সরকারের ক্ষমতা অনেকটাই সীমিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply