বড়পুকুরিয়া খনি থেকে ৫ লাখ ৪৮ হাজার টন কয়লা চুরি হয়েছে, এর বর্তমান বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা বলে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ক্যাবের অনুসন্ধান গবেষণা কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, চুক্তির চেয়ে প্রতি টনে সাড়ে ৫ শতাংশ বেশি পানি কয়লার দামে কিনেছে বিদ্যুৎ বিভাগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বড়পুকুরিয়ার কয়লা চুরির দায় কেবল খনি কর্তৃপক্ষ নয়, পরিচালনা বোর্ড, শেয়ার হোল্ডার, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগেরও ।
২০১৮ সালের জুলাইয়ে এই চুরি নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। এরপরই তদন্তে নামে ক্যাব।
Leave a reply