সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান।
টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাসকে সাথে নিয়ে দারুন শুরু করেন তামিম। তবে দলীয় ৩৮ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস। এরপর তামিমের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন নাজমুল শান্তও। তবে ক্যারিয়ারের ২৮তম হাফ-সেঞ্চুরি তুলে দলের বড় সংগ্রহের ভিত গড়েন তামিম।
তারপর মুশফিককে সাথে নিয়ে লড়াই চালালেও দলীয় ১৫২ রান ও ব্যক্তিগত ৫৫ রানে সাজঘড়ে ফেরেন মুশফিকও। একই সাথে একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই ড্যাশিং ওপেনার।
একাদশে দুটি কোরে পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের রেকর্ড জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
Leave a reply