সরকার দেশের উন্নয়নকে এগিয়ে নিতে বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি, এনএসটি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পিত পদক্ষেপে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। শুধু পরিকল্পিত গবেষণার কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সব সেক্টরের উন্নয়নের জন্য গবেষণার কোন বিকল্প নেই বলে জানান প্রধানমন্ত্রী। শুধু গবেষণা করলেই হবে না; এর ফলাফল যাতে দেশের কাজে লাগে সে বিষয়ে সজাগ থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বলেও জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা।
Leave a reply