ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।
নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী ওই মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এর ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রভাত চন্দ্র দাস বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে যমুনা ব্রিকফিল্ডের সামনে সিলেট থেকে ছেড়ে আসা লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে সিলেটগামী ওই মাইক্রোবাসটির মুখোমোখী সংঘর্ষ হলে বিকট শব্দে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়।
এতে মাইক্রোবাসটির ৬ যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
খবর পেয়ে বিজয়নগর থানার এএসআই ওয়াদুদের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করতে যায়। বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
Leave a reply