সতর্ক শুরু করেন লিটন দাস। তবে সময় গড়ানোর সঙ্গে হাত খুলেন তিনি। বেরিয়ে আসেন খোলস ছেড়ে। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। স্বাভাবিকভাবেই ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বিনা উইকেটে ১২০ রান করেছে বাংলাদেশ। লিটন ৬৮ রান নিয়ে ব্যাট করছেন। তামিম ৫২ রান নিয়ে ক্রিজে আছেন।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের অধিনায়ক হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সেই গেমে টসভাগ্যে হারেন তিনি। তাতে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। শিশিরের কথা ভেবে এ সিদ্ধান্ত নেন তিনি।
আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। প্রতিবারই প্রথমে ব্যাট নিয়ে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা। দলকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। সাবধানী শুরুর পর হাত খুলে খেলেন তারা। উদ্বোধনীতে ৫০ রান তোলেন এ জুটি।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফী।
অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে।
এছাড়া একাদশে ফেরেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাজে ফর্মের কারণে বাদ পড়েন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
তবে অপরিবর্তিত থাকে জিম্বাবুয়ে একাদশ। টসের সময় মাশরাফীকে অভিনন্দন জানান উইলিয়ামস।
Leave a reply