মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রতিরোধে গণমিছিল করেছে ইসলামী সমমনা দলগুলো।
জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়।
এসময়, নরেন্দ্র মোদিকে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে দেয়া দাওয়াত বাতিলের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, কোন অবস্থাতেই মোদিকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। ইসলামী সমমনা দলের নেতারা জানান, তারা ভারতের বিপক্ষে নয়, তবে মোদির বিপক্ষে। মোদির আগমন প্রতিরোধের অংশ হিসেবে ১২ মার্চ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে দলগুলো।
Leave a reply