অধিনায়ক হিসেবে মাশরাফীর বিদায়ী ম্যাচে অনবদ্য ১৭৬ রানের ইনিংস খেলে ইতিমধ্যেই রেকর্ড বুকে জায়গা করে নেয়ছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস।
ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী আয়োজনে এক প্রশ্নের জবাবে অনবদ্য এই ইনিংস উৎসর্গ করলেন ভগবানকে।
বিশেষ কাউকে এই ইনিংসটা উৎসর্গ করার আছে কিনা ? এমন এক প্রশ্নের জবাবে লিটন বলেন, না তেমন কিছুনা সম্পূর্ণ আমার ভগবানকে উৎসর্গ করতে চাই। আসলে ভগবান ছাড়াতো কিছু হয়না। আমি থ্যাংসফুল যে আমাকে এরকম অপোরচোনিটি (সুযোগ) দিয়েছে যে এত ভালো ইনিংস খেলার জন্য।
আজকের ম্যাচে লিটন তার ১৪৩ বলে ১৭৬ রানের ঝলমলে ইনিংস সাজান ১৬ চার ও ৮ ছক্কায়। একইসাথে উদ্বোধনী জুটিতে তামিম-লিটন করেন ২৯২ রানের এক বিশাল সংগ্রহ। যা দেশের হয়ে যেকোন পজিশনে সর্বোচ্চ জুটি।
Leave a reply