সিরাজগঞ্জে বাস-লরি সংঘর্ষ, নিহত ১

|

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় বাস ও লরির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। শনিবার সকালে মহাসড়কের ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার নিহত হয়। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হেলপারের মরদেহ ও আহত বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply