করোনা প্রতিরোধে আইইডিসিআরের ৬ পরামর্শ

|

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধে সচেতনতাই হচ্ছে অন্যতম হাতিয়ার। করোনাভাইরাস প্রতিরোধে ছয় বিষয়ের ওপর জোর দিয়েছে আইইডিসিআর।

১. নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোয়া। হ্যান্ড স্যানিটাইজার দিয়েও দুই হাত পরিষ্কার করা যেতে পারে।

২. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।

৩. হাঁচি-কাশি রয়েছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।

৪. কোলাকুলি/করমর্দন করবেন না।

৫. হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলুন। ব্যবহৃত কাপড় অন্তত ২০ মিনিট সাবান পানিতে রেখে পরিষ্কার করতে হবে।

৬. জরুরি প্রয়োজন ব্যতীত আক্রান্ত দেশে ভ্রমণ থেকে বিরত থাকুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply