করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধে সচেতনতাই হচ্ছে অন্যতম হাতিয়ার। করোনাভাইরাস প্রতিরোধে ছয় বিষয়ের ওপর জোর দিয়েছে আইইডিসিআর।
১. নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোয়া। হ্যান্ড স্যানিটাইজার দিয়েও দুই হাত পরিষ্কার করা যেতে পারে।
২. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।
৩. হাঁচি-কাশি রয়েছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন।
৪. কোলাকুলি/করমর্দন করবেন না।
৫. হাঁচি-কাশির সময় বাহু/টিস্যু/কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলুন। ব্যবহৃত কাপড় অন্তত ২০ মিনিট সাবান পানিতে রেখে পরিষ্কার করতে হবে।
৬. জরুরি প্রয়োজন ব্যতীত আক্রান্ত দেশে ভ্রমণ থেকে বিরত থাকুন।
Leave a reply