তামিমের পরে লিটনও সাজঘরে

|

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ঝড় তুলেছেন লিটন দাস ও তামিম ইকবাল। ব্যক্তিগত ৫৯ রানে সাজঘরে ফিরেন লিটন। সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। ৩৯ বলে ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন দারুণ ছন্দে থাকা এ ওপেনার।

এর আগে তামিম ইকবাল ৩৩ বলে ৪১ রানে মাধেভেরের বলে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন তামিম। ৩টি চার ও ২টি ছয় আছে তার ইনিংসে।

দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন জাতীয় দলের এ দুই ওপেনার। প্রথম ১০ ওভারে ৯.১০ গড়ে ৯১ রান সংগ্রহ করেন তারা।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply