মার্কিন অর্থ সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিন। আজ বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় বলেছে, ‘জেরুজালেম বিক্রির জন্য নয়।’
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট এক টুইটে বলেছিলেন, ‘বিনা কারণে বিলিয়ন ডলার খরচ শুধু আমরা পাকিস্তান নয়, আরো অনেক দেশের পেছনে করছি। উদাহরণস্বরূপ ফিলিস্তিনের কথা বলা যায়; যেখানে আমরা প্রতিবছর একশ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছি। কিন্তু বিনিময়ে কোনো সম্মান পাচ্ছি না। এমনকি তারা ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি আলোচনাতেও রাজি না।’
ট্রাম্প আরো বলেন, ‘ফিলিস্তিন শান্তি আলোচনার একটি কঠিন পর্যায় হচ্ছে জেরুজালেম। আলোচনার টেবিলে ইসরায়েল হয়তো এর জন্য আরো অনেক কিছুই দেবে। কিন্তু ফিলিস্তিন শান্তিচুক্তি নিয়ে দীর্ঘস্থায়ী আলোচনার ব্যাপারে মোটেই আগ্রহী নয়। তাহলে কেন আমরা ভব্ষ্যিতেও এ ধরনের অনুদান দিয়ে যেতে থাকব।’
এর জবাবে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মূখপাত্র নাবিল আবু রুদেইনা বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘জেরুজালেম ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী; এটি ডলার বা স্বর্ণের বিনিময়ে বিক্রির জিনিস নয়।’
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া মার্কিন স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাশের পর ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে গত কিছুদিন ধরে বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেয়া বন্ধের হুমকি দিয়ে আসছেন। ইতোমধ্যে জাতিসংঘের বার্ষিক তহবিলে তার দেশের নির্দিষ্ট অংশ থেকে অনুদানের পরিমাণ কমিয়েছেন। এছাড়া মঙ্গলবার পাকিস্তানকে দেয়া সহায়তাও বন্ধের ঘোষণা দিয়েছেন। তার সর্বশেষ আক্রোশের শিকার হলো ফিলিস্তিন।
Leave a reply