আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিল দুই জন। একজন পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ।
সোমবার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঘানিকে শপথ পড়ান, দেশটির প্রধান বিচারপতি সৈয়দ ইউসুফ হালিম।
কাছাকাছি সময়ে, একই এলাকায় অবস্থিত সাপেদার প্যালেসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহও।
২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট ঘানির নেতৃত্বে ঐক্যমতের সরকারের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ। সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করেছেন দু’নেতাই।
পাঁচ মাস পর, ফেব্রুয়ারিতে ঘানিকে বিজয়ী ঘোষণা করে আফগান নির্বাচন কমিশন। যা প্রত্যাখ্যান করে আব্দুল্লাহ’র দল।
এদিকে, দু’নেতার শপথ অনুষ্ঠানের সময় সুরক্ষিত ভবন দু’টির বাইরে বেশ কিছু রকেট শেল বিস্ফোরিত হয়। হামলার দায়স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
২০০১ সালে তালেবান শাসনের পতনের পর আফগানিস্তানের চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গেল বছর।
Leave a reply