আর্থিক কেলেঙ্কারির হোতা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদারের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি জব্দ আছে জানিয়ে হাইকোর্টে অনুসন্ধান প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, পিকে হালদারের প্রায় তিন হাজার কোটি টাকার অস্থাবর সম্পত্তি জব্দ আছে। আর পাচার করা মুদ্রার পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা। এটিকে ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ দুর্নীতি হিসেবে উল্লেখ করা হয়েছে দুদকের তদন্ত প্রতিবেদনে।
গত ২১ জানুয়ারি পিকে হালদারের সম্পদ, পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।
Leave a reply