‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান: হাইকোর্ট

|

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে সকল রাষ্ট্রীয় প্রোগ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে এসেম্বলি শেষে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বাংলায় এই রায় ঘোষণা করেন।

এরআগে, ২০১৭ সালের ৪ ডিসেম্বর জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে ওই রুলের ওপর গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, আজমালুল হক কিউসি ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে তাদের মতামত তুলে ধরেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply