বগুড়া ব্যুরো
বগুড়া শহরের মালতিনগরে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন কবির হোসেন মিনকো নামে
পুলিশের তালিকাভূক্ত একজন সন্ত্রাসী। মঙ্গলবার ভোররাতে ওই এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের সময় মিনকো প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ভোর রাতে মালতিনগর
ভাটকান্দি ব্রিজ এলাকায় দুই পক্ষের গোলাগুলির শব্দে টহলরত পুলিশ সদস্যরা সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ সদস্যরা সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, নিহত যুবক শহরের
চক ফরিদ কলোনি এলাকার বাসিন্দা কবির হোসেন মিনকো। জোড়াখুনসহ একাধিক খুন,
অস্ত্র ও চাঁদাবাজির ১৫টি মামলার আসামি তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি
বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং
অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করেছে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a reply