দুর্নীতির মামলায় দুদকের সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এক বছরের মধ্যে বিচারিক আদালতে মামলার কার্যক্রম শেষ করার নির্দেশও দিয়েছেন আদালত।
দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের ২২ জুলাই রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করার হয়। অবৈধভাবে সম্পদ অর্জন, কমিশনের তথ্যপাচার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে দুদক।.
এর আগে ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক।
Leave a reply