দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদার, বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম, বিসমিল্লাহ গ্রুপের সাবেক এমডি খাজা সোলেমান ও তার স্ত্রী’সহ ৭ জনকে দেশে ফেরাতে ইন্টারপোলে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুদক সূত্র অনুযায়ী, দুর্নীতি ও অর্থপাচার করে দেশের বাইরে অবস্থানরত আরো ৫০ থেকে ৬০ জনের তালিকা করা হয়েছে। তাদের ফেরত পাঠাতেও পর্যায়ক্রমে ইন্টারপোলে আবেদন পাঠানো হবে। যাদের আবেদন পাঠানো হয়েছে, এর মধ্যে আরো রয়েছেন বিসমিল্লাহ গ্রুপের কর্ণধার খাজা সোলায়মানের স্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব সহকারী আফজাল হোসেন ও তার স্ত্রী, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল।
দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করেছে তারাই এই তালিকায় আছেন।
এছাড়া করোনা ইস্যুতে অসাধু ব্যবসায়ীদের নিয়ে তিনি বলেন, সরকারি উদ্যোগ সত্ত্বেও করোনা নিয়ে জনগণকে জিম্মি করে অবৈধ অর্থ আয় করলে দুদক প্রয়োজনে তা খতিয়ে দেখবে।
Leave a reply