দেশের সবচেয়ে বেশি বেতনের ক্রিকেটার এখন তামিম ইকবাল। বিসিবি ঘোষিত নতুন গ্রেডিং অনুযায়ী তিনি মাসে পাবেন ৬ লাখ ৩০ হাজার টাকা। আগে পেতেন ৪ লাখ টাকা। আজ এই নতুন বেতন স্কেল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।
এরপরই আছেন মুশফিকুর রহিম। তিনি পাবেন ৬ লাখ ২০ হাজার টাকা।
২০১৭ সাল থেকে বেতন একই আছে ক্রিকেটারদের। গত বছরের অক্টোবরে চুক্তিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বেতন বাড়ানোসহ ১১ দফা দাবি দেয় ক্রিকেটাররা। দাবি আদায়ে অনশনও করেছিলেন তারা। এদিকে নতুন চুক্তিতে বিসিবি খেলোয়াড় সংখ্যা বা বেতন, কোনোটিই বাড়ায়নি। তারপরও আয় বেড়েছে বেশিরভাগ খেলোয়াড়ের। বিসিবি লাল বল ও সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা চুক্তি করায় ৭ ক্রিকেটার বেতন পাবেন দুই চুক্তি থেকেই। যাদের চুক্তি শুধু লাল বা সাদা বলে, গ্রেডিংয়ে উন্নতি হওয়ায় বেতন বাড়ছে তাদের অনেকেরই। শ্রেণিভেদে গড়ে বেতন বৃদ্ধির পরিমাণ ২৫–৫০ শতাংশ।
‘এ+’ শ্রেণির ক্রিকেটারেরা পেয়ে আসছেন মাসে ৪ লাখ টাকা করে, ‘এ’ শ্রেণির ক্রিকেটারের ৩ লাখ, ‘বি’ ২ লাখ, ‘সি’ ১ লাখ ৫০ হাজার ও ‘ডি’ শ্রেণির ক্রিকেটারেরা পান ১ লাখ টাকা করে। এবারের লাল ও সাদা বল দুই চুক্তিতেই শ্রেণি ভেদে বেতনের অঙ্ক একই আছে।
Leave a reply