নিহতদের স্মরণ এবং শোকের মাধ্যমে জাপানে পালিত হচ্ছে সুনামি দিবস। ২০১১ সালের এই দিনে আঘাত হানা ঐ সুনামিতে প্রাণ যায় ১৮ হাজার ৪৫৬ জনের। এখনও নিখোঁজ রয়েছেন দুই হাজারের বেশি মানুষ।
ক্ষতিগ্রস্ত হয় ফুকুসিমা পারমানবিক কেন্দ্র। রাজধানী টোকিওতে আয়োজন করা হয় স্মরণসভার। সেখানে সুনামিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শিনজো আবে, তাঁর মন্ত্রীপরিষদ এবং সম্রাট নারুহিতো।
প্রধানমন্ত্রী আবে বলেন, খুব শিগগিরই জাপানকে তেজস্ক্রিয়মুক্ত করতে নেয়া হবে নানা উদ্যোগ। এছাড়াও বিভিন্ন শহরে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ভয়াবহ দিনটি স্মরণ করা হচ্ছে।
Leave a reply