আপিল বিভাগে জামিন স্থগিত থাকার পরও রাজধানীর হাতিরঝিল থানার একটি ধর্ষণ মামলায় আসামি আসলাম শিকদারকে জামিন দেয়ায় ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন নাহারকে তলব করেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২ এপ্রিল তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আসামির জামিনও বাতিল করা হয়।
এর আগে আপিল বিভাগের চেম্বার আদালত আসামীর জামিন স্থগিত করা স্বত্বেও জামিন দেন বিচারিক আদালত। উল্লেখ্য, রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আসলাম শিকদার।
Leave a reply