ক্যাটরিনা কাইফ থেকে মুখ ফিরিয়ে নিলেন বলিউডের অন্যতম পরিচালক রোহিত শেট্টি। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম এই সময়।
তবে এটি কোন সিনেমার সেট থেকে নয় বরং ইন্সটাগ্রাম থেকে ক্যাটরিনাকে আনফলো করে দিয়েছেন বলে জানায় গণমাধ্যমটি। তারা জানায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত রোহিতকে ইনস্টাগ্রামে ফলো করতে দেখা গিয়েছে ক্যাটকে।
সূর্যবংশী ছবিতেই প্রথমবার রোহিত শেট্টির সঙ্গে কাজ করেন ক্যাটরিনা। ছবিতে তাঁকে চিকিত্সকের ভূমিকায় দেখা যাবে।
সম্প্রতি রোহিত শেট্টির একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়, সেখানে রোহিত বলেন- ছবিতে কেউ ক্যাটকে দেখবে না।
এরপরই ক্যাটরিনা এক ইন্সটাগ্রাম পোস্টে বলেন, রোহিত শেট্টির কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি একটি শটে অকারণেই চোখের পাতা পিটপিট করি। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘যে একই সঙ্গে ফ্রেমে অক্ষয়, অজয়, আমি এবং রণবীর থাকলে সামান্য চোখের পাতা পড়া কেউ আর লক্ষ্য করবে না।‘ একই সঙ্গে ক্যাট জানান, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। এই সব ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই সেখানে।
Leave a reply