করোনার ভয়ে দেখা হচ্ছে না মিথিলা-সৃজিতের!

|

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আপাতত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করতে ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটিই জানিয়েছেন মিথিলা।

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে অভিনেত্রী লেখেন– দীর্ঘদিন পর যখন সৃজিত মুখার্জির সঙ্গে তার দেখা করার কথা, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন ও কিছু রাজনৈতিক ও ধর্মীয় এবং প্রাকৃতিক ও অস্বাভাবিক কারণেও তাদের দেখা হচ্ছে না বলেও জানান তিনি।

তবে দীর্ঘ অপেক্ষার যখন তাদের দেখা তখন মিথিলা বলবেন-

‘তেরে লিয়ে হম হ্যায় জিয়ে হোট কো সিয়ে’

তেরে লিয়ে হাম হ্যায় জিয়ে হার আনসু পিয়ে

দিল মে মাগার জালতে রাহে চাহাত কে দিয়ে

তেরে লিয়ে লিয়ে’।

প্রসঙ্গত কলকাতায় বিয়ের রিসেপশন পার্টির পর মিথিলা আপাতত নিজের দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে সৃজিত মুখার্জি তার ছবির শুটিংয়ে আফ্রিকায় অবস্থান করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply