জামালপুরে যাত্রীসেবার মানবৃদ্ধির দাবিতে ট্রেন অবরোধ

|

জামালপুর প্রতিনিধি:
ঢাকা-জামালপুর রেল রুটকে ডাবল লাইনে উন্নীত করা, আন্ত:নগর জামালপুর এক্সপ্রেসের সময় পরিবর্তন, যাত্রীসেবার মানবৃদ্ধিসহ সারাদেশের রেলের সার্বিক উন্নয়নের দাবীতে রেল অভিযাত্রা, রেল অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত আন্ত:নগর তিস্তা ট্রেনে রেল অভিযাত্রা শেষে জামালপুর স্টেশনে ১৫ মিনিট তিস্তা ট্রেন অবরোধ করে রাখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), জামালপুর সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন।

এ সময় ‌‍‌নাসফ এর কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, নাসফ’র সাধারণ সম্পদক মো. তৈয়ব আলী, পবা’র জামালপুর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জামালপুর পরিবশে রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস জামালপুর পর্যন্ত সম্প্রসারণ, আন্ত:নগর জামালপুর এক্সপ্রেসের সময় পরিবর্তন ছাড়াও রেলের সেবার মান উন্নয়নে ১২টি দাবি উপস্থাপন করে এই আন্দোলনকে বেগবান করতে আগামীতে জামালপুরে মহাসমাবেশ করা হবে বলে ঘোষণা দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply