পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৮।
শনিবার সকালে সুবিদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, ভুয়া চিকিৎসার অভিযোগে পলক ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী সুদীপ্ত মজুমদার (৩৮), হক নূর ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ (৪৪) কে আটক করা হয়।
আটককৃত সুদীপ্ত মজুমদার মাত্র এসএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। অন্যদিকে মোঃ আবুল কালাম আজাদ মাদ্রাসা শিক্ষায় ফাজিল পাস করে নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেন।
এসময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ মেহেদী হাসান আটককৃত দুইজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত দুইজনকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a reply