দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে: নওগাঁয় বিএফএ নেতৃবৃন্দ

|

কৃষকের মাঝে সঠিক ও নির্ধারিত মূল্যে সার সরবরাহ করা হচ্ছে জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোশিয়েশন -বিএফএ’র নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে বিএফএ’র নওগাঁ জেলা শাখার নির্বাহী কমিটির নব নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভায় এসব কথা বলেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে। তাই প্রান্তিক পর্যায়ে কৃষককে এখন আর বেশী মূল্যে সার কিনতে হচ্ছে না। অসাধু উদ্যেশ্যে কেউ বেশী দরে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।

অনুষ্ঠানে বিএফএ নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক রেজাউল হাসান, সহ সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের সার ডিলার ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply