গাড়ি বুঝবে চালকের মন

|

গাড়ি চালাবেন, অথচ স্টিয়ারিংয়ে হাত রাখবেন না, পা থাকবে না এক্সিলেরাটরে। এও কী সম্ভব! এতোদিন যেটা হলিউডের সায়েন্স ফিকশন মুভির অংশ ছিল সেটাই এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। জাপানি মোটরযান নির্মাতা নিশান এমন গাড়ি আনছে যা চলবে চালকের মন বুঝে।

চালকের আসনে বসা মানুষটির মস্তিষ্কের সিগনাল অনুযায়ী গাড়িই বুঝে নিবে চালক এখন কি চাচ্ছে। সে কি এখন বামে যাবে নাকি ডানে? যদি চালক কোন কারণে বিভ্রান্ত হয়ে পড়ে বা মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালাতে চায়, সাথে সাথে গাড়ি নিজে থেকে গতি কমিয়ে দিবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই গাড়ির নাম রেখেছে B2V (ব্রেইন টু ভেহিকেল)। পরীক্ষা করে দেখা গেছে বুদ্ধিদীপ্ত গাড়িটি মানুষের চেয়েও ০.২-০.৫ সেকেন্ড আগে সিদ্ধান্ত নিতে পারছে।

কিভাবে কাজ করে গাড়িটি? চালককে মাথায় বিশেষ এক ডিভাইস পড়তে হবে। গাড়িতে থাকবে মস্তিষ্কের অনুভূতি বিশ্লেষণ করার প্রযুক্তি। মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ ও অনুমান করে সিদ্ধান্ত নিবে গাড়ি।

গাড়ির প্রদর্শনী হবে আগামী সপ্তাহে লাস ভেগাসে আয়োজিত এক ট্রেড শোতে। তবে এটি বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরো বছর পাঁচেক লাগতে পারে।

 টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply