কিছু কিছু ডিসি মোঘল সম্রাটদের মতো আচরণ করেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
আজ রোববার আদালতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাংবাদিককে হেনস্থা করার প্রতিকার নিয়ে আদলতে রিটের শুনানি শেষে সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেন তিনি।
সুমন বলেন, আদালত বলেছে কি এমন সাংবাদিক যে তাকে রাতের আধারে ধরতে গেলে ৪০ জনের বাহিনী যাওয়া লাগে। তিনি তো কোন শীর্ষ সন্ত্রাসী ছিলেন না।
সুমন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই কাজকে কিছু আমলা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে ভ্রাম্যমান আদালত ৪০ জনের একটি দল নিয়ে সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে হানা দিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়। এসময় তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ’গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে অভিযোগ তোলা হয়।
Leave a reply