ফেনীর মহীপালে চালু হলো দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভারের। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ৬শ’ ৬০ মিটার দৈর্ঘের ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালে। শেষ হওয়ার কথা ছিল আগামী জুনে। ১শ’ ৮১ কোটি টাকার কাজটি ৬ মাস আগেই শেষ করেছে আব্দুল মোনেম লিমিটেড।
৬শ’ ৬০ মিটার দৈঘ্য ও ২৪.৬২ মিটার প্রস্থের ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালে। নির্মিত হয়েছে ১৩শ’ ৭০ মিটার সার্ভিস রোড ও ১১শ’ ৬০ মিটার এপ্রোচ রোড। প্রকল্পে মোট ব্যয় হয়েছে ১শ’ ৮১ কোটি ৪৮ লাখ টাকা। কাজের তত্ত্বাবধানে ছিলো সেনাবাহিনী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে কয়েকটি পয়েন্টে যাত্রীদের নিয়মিত যানজটের ভোগান্তিতে পড়তে হতো তার মধ্যে অন্যতম ফেনীর মহিপাল। চার রাস্তার মোড়টিতে গাড়ির জটের কারণে দুর্ভোগ পোহাতে হয় নোয়াখালী-লক্ষ্মীপুর রুটের যাত্রীদেরও। ফ্লাইওভার চালু হওয়ায় খুশি এ পথে চলাচলকারীরা।
Leave a reply