রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যমানের নকল প্রসাধনী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
ঘটনার সঙ্গে জড়িত একজনকে পাঁচলাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল রোববার রাতে চকবাজারের দেবীদাস ঘাট এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব প্রসাধনী তৈরির কারখানা ও গুদামের সন্ধান পায় ভ্রাম্যমান আদালত।
একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম, মেহেদী ও পাউডার বানিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিলো তারা। জড়িত থাকার দায়ে কারখানার ব্যবস্থাপক হাসান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
Leave a reply