করোনাভীতিতে এখন রাজধানীবাসী

|

করোনাভীতি এখন বিরাজ করছে রাজধানীজুড়ে। কখন কিভাবে আক্রান্ত হবেন এ নিয়ে আতঙ্ক চলাফেরায় । আবার রাজধানী ঢাকার জীবনযাপনে অভ্যস্ত অনেকের মনে করোনাভীতিও কম রয়েছে। তবে সবার মধ্যে কমবেশি বেড়েছে সচেতনতা। কাজ ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘরের বাইরে ।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হওয়ার পর অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন রাজধানীবাসী। রাস্তায় আগের চেয়ে গাড়ি চলাচল কিছুটা কমেছে, বাইরে মানুষের আনাগোনাও কম। ছুটির দিনেতো আরো ফাঁকা।

করোনাভাইরাসে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের মৃত্যু এবং দ্রুত সংক্রমণের আশঙ্কায় প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়।

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীরা সময় পেলেই খোঁজ নিচ্ছেন সারাবিশ্বের করোনা পরিস্থিতির। থাকছেন সচেতন, সতর্ক। কিন্তু জীবিকার জন্য যাদের পথে নামতে হচ্ছে সেই দিনমজুর বা নিম্নআয়ের মানুষদের করোনার খবর রাখার সুযোগ কম।

খোঁড়াখুঁড়ির এই দূষণেরনগরীতে শুধু মানুষের অভ্যাস পরিচ্ছন্ন হলে কতোটুকু সুফল মিলবে সেটিই এখন দেখার বিষয়।

কোভিড-১৯, সংক্রমিত বেশ কয়েকটি দেশ তাদের সবকিছু বন্ধ করে নাগরিকদের ঘরে অবরুদ্ধ করে রেখেছে। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসক ও গবেষকদের পরামর্শে বিশ্বাস রাখছেন অধিকাংশ নগরবাসী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply