দুপুর থেকে বন্ধ ইউরোপীয় যাত্রী বহনকারী সমস্ত ফ্লাইট

|

(

আজ দুপুর ১২টা থেকে ইউরোপীয় যাত্রী বহনকারী যে কোন ধরণের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল-আহসান জানান, ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

এসময় তিনি বলেন, ফ্লাইটের ওপর কোন নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞা শুধু যাত্রীর ওপর। কোন ফ্লাইট ইউরোপিয়ার যাত্রী নিয়ে আসলে নিজ দায়িত্বে তাদের ফেরত নিয়ে যেতে হবে। তবে লন্ডন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া, গত রাত থেকে ইউরোপিয়ান কোন যাত্রী দেশে আসেনি বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply