বাংলাদেশ সিরিজ স্থগিত করল পাকিস্তান

|

করোনা ভাইরাসের কারণে অবশেষে স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। দুই বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আজ সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজের বাকি এক টেস্ট ও একমাত্র ওয়ানডে খেলতে ২৯ মার্চ করাচি যাওয়ার কথা ছিলো বাংলাদেশ দলের। সেখানে দুই দিনের অনুশীলন শেষে ১ এপ্রিল একমাত্র ওয়ানডে ও ৫ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার কথা ছিলো টাইগারদের।

এর আগে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় প্রথম টেস্ট। যেখানে ইনিংস ও ৪৪ রানের জয় পেয়েছিলো পাকিস্তান। খুব শিগগিরই নতুন সময় দেখে চূড়ান্ত করা হবে সিরিজের পরবর্তী সময়সূচী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply