রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামসহ ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন করা হয়েছে বিদেশ ফেরত ২৩ জনকে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ৬ জেলার ৬৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম রয়েছেন। তিনি আছেন রংপুর সার্কিট হাউজে। তিনি গত ১৬ ই মার্চ আমেরিকা থেকে রংপুর ফিরেছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যাদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে তারা সবাই বিদেশ ফেরত। তিনি বিভাগীয় কমিশনারের মত বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টাইনে যাওয়ার অনুরোধ জানান।
Leave a reply