নিখোঁজের ১৪ ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার

|

মানিকগঞ্জে নিখোঁজের ১৪ ঘণ্টা পর মোকছেদ আলী (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ বলছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হিজলাইন এলাকায় কালীগঙ্গা নদী পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, সোমবার রাত আটটার দিকে খাবার খেয়ে মোকছেদ বাড়ির বাইরে হাঁটতে বের হন। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেননি। সকালেও ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনেরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ নেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হিজলাইন এলাকায় কালীগঙ্গা নদীর পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা দুইটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি রকিবুজ্জামান বলেন, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply