কোভিড নাইনটিনের সংক্রমণে বিশ্বজুড়ে প্রাণহানি ৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত হয়েছে কমপক্ষে দু’লাখ। ইতালিতেই মৃত্যুহার বেড়েছে ১৬ শতাংশ। সবমিলিয়ে ইতালিতে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। গেলো ২৪ ঘণ্টায় এ সংখ্যা ৩৪৫।
প্রতিবেশী স্পেনেও একদিনের ব্যবধাণে ১৯১ জনের প্রাণ গেছে। মহামারির বিস্তার ঠেকাতে ইইউ সিলগালা করেছে সদস্য দেশগুলোর সীমান্ত। আগামী একমাসের জন্য বর্হিবিশ্বের সাথে বন্ধ সবধরণের যোগাযোগ।
মঙ্গলবার, ২৮ রাষ্ট্রপ্রধানের মধ্যে হবে জরুরি ভিডিও কনফারেন্স।
এদিকে ভারতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে, আক্রান্ত হয়েছে ১৪২। পশ্চিমবঙ্গে বিদেশফেরত একজনের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি।
এ পর্যন্ত বিশ্বের ১৬৩ দেশে ছড়ালো কোভিড নাইনটিন। ভয়াবহ এ পরিস্থিতি আগামী ছয় মাস স্থায়ী হবে এমন আশঙ্কা গবেষক-বিশ্লেষকদের।
Leave a reply