করোনায় আক্রান্ত ফ্রান্সের মিডফিল্ডার ব্লাইসি মাতুইদি

|

য়্যুভেন্টাস ও ফ্রান্সের মিডফিল্ডার ব্লাইসি মাতুইদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতালিয়ান ক্লাবটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

গেলো সপ্তাহের বুধবার থেকে মাতুইদি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইন হয়েছিলেন। এরপর মঙ্গলবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় তার আক্রান্ত হবার কথা।

একইসাথে জানানো হয় তার বিষয়ে খোঁজ রাখছে ক্লাবটি এবং সবধরনের সহযোগিতা প্রদান করা হবে তাকে।

অফিসিয়ালি ড্যানিয়েল রুগানি’র পর এবার মাতুইদির করোনাভাইরাসে আক্রান্ত হবার কথা জানালো য়্যুভেন্টাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply