হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি ফেরত নারীকে জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, জামালপুর
জামালপুরে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে জামালপুর পৌর এলাকার বগাবাইদে সৌদিফেরত ওই নারীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, পৌর এলাকার বগাবাইদ গ্রামের বিদেশ ফেরত এক নারী গত ১৪ মার্চ দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানার অভিযোগ পায় জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই নারীর বাড়িতে গেলে তিনি মোবাইল কেনার জন্য মার্কেটে রয়েছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। কিছুক্ষণ অপেক্ষার পর ওই নারী ফিরে এলে হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে সংক্রমক ব্যাধি আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা বেগম।

জামালপুরে বিভিন্ন দেশ থেকে বিদেশ ফেরত ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply