নারায়ণঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া বাজার ঘাট ও কায়েতপাড়ার বাউলিয়াপাড়া ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জের ওসি মাহমুদ হোসেন। নিহতদের মধ্যে একজনের পরনে ছিলো সাদা শার্ট ও লুঙ্গি। ওসি আরও জানান, দুপুরে শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া ইউনিয়নের বাজার ঘাট ও কায়েতপাড়া ইউনিয়নের বাউলিয়াপাড়া ঘাট এলাকা লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নিহতদের বয়স ২৮ থেকে ৩০ মধ্যে।
এ ব্যাপারে রুপগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। লাশের ধরন দেখে মনে হচ্ছে দুইজনকে হত্যা করা করে লাশ নদীতে ফেলা হয়েছে বলে জানান ওসি।
Leave a reply