মাদারীপুর প্রতিনিধি:
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরার দায়ে মাদারীপুরের কালকিনিতে এক স্পেনফেরতকে ২০হাজার টাকা আর্থিক জরিমানা ও এক ইতালি ফেরতকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। এদিকে দুপুরে হোম কোয়ারেন্টাইন বিধি মেনে না চলার কারনে মাদারীপুরের কালকিনি পাঙ্গাশিয়া গ্রামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জেলার শিবচরের ইটালী প্রবাসীর স্ত্রী, সন্তান, শাশুড়ীকে ঢাকার আইসোলশনের স্থানান্তরের পর প্রবাসীর বাবাকে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আইসোলশনে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, মাদারীপুরে ২৪২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
Leave a reply