আনুষ্ঠানিকতা ছাড়াই অলিম্পিক মশাল আনতে গ্রিসে জাপানি প্রতিনিধি দল

|

কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই অলিম্পিক মশাল আনতে এবার গ্রিসের উদ্দ্যেশে রওনা দিয়েছে জাপানি প্রতিনিধি দল। বুধবার স্থানীয় হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় প্রতিনিধি দলটি। এর আগে করোনা ভাইরাসের কারণে বিমানবন্দরে স্থগিত করা হয়েছে সব ধরণের আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত থাকার কথা ছিলো দেশটির তারকা অ্যাথলেটদের।

শুক্রবার জাপান এসে পৌছাবে অলিম্পিক মশাল। এরপর ২৬ মার্চ ফুকোশিমা থেকে শুরু হবে মশাল দৌঁড়। সেখানেও জনসাধারণের অংশগ্রহণে থাকবে কড়াকড়ি। আগামী ২৪ জুলাই টোকিওতে শুরু হবে অলিম্পিকের এবার আসর। তবে প্রায় ৭০ শতাংশ জাপানীজ মনে করেন নির্ধারিত সময়ে শুরু হবে না অলিম্পিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply