পতেঙ্গা সি-বিচে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ এক বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনারের বরাতে এ নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাবিশ্বে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এর সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে। গণজমায়েতসহ অযাচিত ঘোরাফেরার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এলাকায় জনসাধারণের অহেতুক উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। এতে করোনা ভাইরাস খুব সহজেই এবং দ্রুত বিস্তার লাভ করতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এলাকার জনসাধারণকে অহেতুক জমায়েত হতে নিষেধ করা হচ্ছে।
Leave a reply