শিবচরে বাস চলাচল বন্ধ, ২ ওয়ার্ড ও ২ গ্রামের জনগণের চলাচলে সীমাবদ্ধতা

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মাদারীপুরের শিবচর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পৌরসভার ২টি ওয়ার্ড ও ২টি গ্রামের জনগণের চলাচলে সীমাবদ্ধতা মেনে চলতে নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিভিন্ন বাজারের বেশ কিছু দোকান বন্ধ দেখা গেছে।

জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরি সভার আয়োজন করে করোনা সংক্রমণ এড়াতে শিবচর পৌরসভার ২ টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১ টি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ১ টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষণা করে। এসকল এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়েছে। উপজেলার গণপরিবহন বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ ঘোষণার পর শুক্রবার সকাল থেকেই উপজেলাটি থেকে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন বাজারের বেশ কিছু দোকান বন্ধ দেখা গেছে। বিভিন্ন স্থানে জনসমাগমও কম দেখা গেছে। বাজারগুলোতে খাদ্য মজুদ করতে দেখা গেছে সাধারণ মানুষকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply