চাল-পেঁয়াজের দাম বেশি রাখায় লাখ টাকা জরিমানা

|

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জে চাল ও পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ করা হয়েছে দু’টি বিয়ের অনুষ্ঠান।
আজ শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জোবায়ের রহমান রাশেদ জেলা শহরের বড় বাজারের তিনটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন।

তিনি জানান, জেলা শহরের বড় চালের আড়ত মেসার্স মা-লক্ষী ভান্ডারকে ৫০ হাজার ও খুচরা ব্যবসায়ী মেসার্স খান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা কেজি প্রতি ৫/৬ টাকা বেশি দামে চাল বিক্রি করছিল।

এছাড়া গোপালগঞ্জ ভান্ডারে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০/২৫টাকা বেশি দামে বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বাটা বাজার ও ঈশিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দু’টি বিয়ে অনুষ্ঠানও বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply