অমোচনীয় নয় বরং সাধারণ রাবারস্ট্যাম্পের কালি দিয়েই সিল দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইন্টের জন্য চিহ্নিত বিদেশ ফেরত ব্যক্তিদের।
আজ শুক্রবার থেকেই বিদেশ থেকে আগত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন্ড চিহ্নিত করার জন্য হাতে সিল দিয়ে দেয়া হয়। তবে এ কালি অমোচনীয় নয় বরং কয়েকবার পানি দিয়ে ঘষা দিলেই তা মুছে যাচ্ছে বলে অভিযোগ এসেছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক বিমানবন্দরের একজন স্বাস্থ্যকর্মকর্তা যমুনা নিউজকে বলেন, সচেতনতা তৈরির জন্য ইমিগ্রেশন কর্মকর্তারা এই সিল দিয়ে দিচ্ছেন, তবে সিলের কালি অমোচনীয় হওয়া উচিত। এখন সাধারণ রাবারস্ট্যাম্পের কালি দিয়ে সিল দেয়া হচ্ছে।
এসময়, সিলের কালি মুছে গেলে চিহ্নিত করার সমস্যা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কিছুতো হচ্ছে এখন নিজেরা সচেতন না হলে কিছুই প্রতিরোধ করা সম্ভব নয়। বাড়িতে যেয়ে কোয়ারেন্টাইনে না থেকে সাধারণ জীবনযাপন করলে কোন লাভ হবেনা বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।
Leave a reply