নাটোরের বড়হরিশপুর থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাস।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় বড়হরিশপুর চেক পোস্টের সামনে পুলিশকে দেখে দ্রুত সটকে যেতে চেষ্টা করে একটি সাদা মাইক্রোবাস। ধাওয়া করে গাড়িটির গতিরোধ করে চালানো হয় তল্লাশি। এসময় বিশেষ কায়দায় রাখা দেড় কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ। বেলাল উদ্দিন ও আব্দুল মান্নান নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
Leave a reply