৪ লাখ সুরক্ষা পোশাক পাবেন চিকিৎসকরা

|

দিন দিন করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে। বাড়ছে মৃতের সংখ্যাও। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২৪ জন। মারা গেছেন দুইজন।

এদিকে, প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম না থাকায় চিকিৎসকদের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। চিকিৎসকদের জন্য নেই পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই)। আর তাই এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বুয়েটের একদল অ্যালামনাই সদস্য। মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিকের নেতৃত্বে তারা তৈরি করছে চার লাখ সুরক্ষা পোশাক।

শনিবার রাতে নিজের ফেইসবুকে স্বপ্না ভৌমিক জানান, বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছেন।

আগামী ১০/১২ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে এই সুরক্ষা পোশাকগুলো। সম্পূর্ণ বিনামূল্যে পোশাকগুলো বিতরণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply