প্রলয়ঙ্কারী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
বাতিল করা হয়েছে কমপক্ষে ৪ হাজার ফ্লাইট; দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী। এদিকে, সড়ক যোগাযোগ ব্যবস্থাও নাজেহাল। জাতীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, ১৯২১ সালের পর, বোস্টনে রেকর্ড পরিমাণ তুষারপাত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, ঝড়টির কারণে দুর্ভোগে পড়েছেন উত্তর-পূর্বাঞ্চলের ৬ কোটির বেশি মানুষ। জরুরি অবস্থা জারি রয়েছে ছয়টি রাজ্যে। বন্ধ রাখা হয়েছে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বোস্টন, ক্যারোলাইনা, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
আগামী সপ্তাহ পর্যন্ত এই অবস্থা থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে, উপকূলীয় এলাকায় চলছে হারিকেন; সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। যাতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ম্যাসাচুসেটস এলাকা।
Leave a reply