লকডাউনের পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী

|

করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও সবকিছু লকডাউনের পরামর্শ দেয়নি। তাই সরকার পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি করোনা নিয়ে দায়িত্বহীন কথা বলছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ করোনায় আক্রান্ত’ এরকম দায়িত্বহীন কথা বলার সময় এখন না। সবাই মিলে সম্মিলিতভাবে করোনা মোকাবেলা করতে হবে। এ নিয়ে এখন রাজনীতি করার সময় না। ভবিষ্যতে স্বল্প পরিসরে প্রেস ব্রিফ করা হবে বলেও জানান মন্ত্রী।

ঢাকা ১০ আসেনর উপনির্বাচন ধারাবাহিকতা রক্ষার জন্য হয়েছে বলে জানিয়েছেন হাসান মাহমুদ। এই সংকটময় পরিস্থিতিতে এস এটিভির কয়েকজন কর্মীর চাকরিচ্যুতি দুঃখজনক বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

উল্লেখ্য, গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকা শহরকে আংশিক বা পুরোপুরি লকডাউন করার পরামর্শ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply