মহামারি করোনাভাইরাস ঠেকাতে আংশিক কারফিউ জারি করেছে কুয়েত। প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা দেশটি জরুরি অবস্থার আওতায় থাকবে।
আজ রোববার (২২ মার্চ) থেকে এটি কার্যকর হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী আনাস আল-সালেহ। যারা আইন লঙ্ঘন করবে তাদের তিন বছরের কারাদণ্ড বা ৩২ হাজারের বেশি কুয়েতি দিনার জরিমানা করা হবে।
এছাড়া, দেশটিতে সরকারি ছুটি আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। এছাড়াও বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কুয়েত সরকার।
Leave a reply